30.5 C
Bangladesh
শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

সেরা ক্লাব এওয়ার্ডে পুরস্কৃত হলো রাবি সায়েন্স ক্লাব

রাজশাহী বিশ্ববিদ্যালয়সেরা ক্লাব এওয়ার্ডে পুরস্কৃত হলো রাবি সায়েন্স ক্লাব

বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তোলার উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব এর পথচলা শুরু হয় ২০১৫ সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব একটি অলাভজনক বিজ্ঞানপ্রেমী সংগঠন।বিজ্ঞান চর্চা চলমান রাখার উদ্দেশ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ধারাবাহিকভাবে বিজ্ঞানমেলা, ওয়ার্কশপসহ, বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করে আসছে সৃষ্টিলগ্ন থেকে।

আরো পড়ুন:  রাবির ক্লাস বন্ধ ১৫ দিন, কিন্তু আবাসিক ১৭টি হল খোলা থাকছে ঈদের বন্ধেও

এরই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব সেরা ক্লাব এওয়ার্ড অর্জন করে। YCI Leadership Award এর জন্য ৩০০ টি বিশ্ববিদ্যালয় ক্লাব নমিনেশন জমা দেওয়ার পর ভিডিও প্রেজেন্টেশন, অনলাইন ভোটিং এবং সর্বশেষ জুরি বোর্ড এর সামনে ভাইভা প্রদানের পর টপ ২৫ টি বিশ্ববিদ্যালয় ক্লাবের মধ্যে স্থান করে নেয় Rajshahi University Science Club – RUSC এবং সর্বশেষে সেরা ক্লাব হিসেবে ১৫ টি ক্লাবের মাঝে স্থান পায়।

আরো পড়ুন:  রাবি ২০২২-২৩ ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে পাশের হার ২৯.৬১, মানবিক ইউনিটে ২৬.৬২ 

অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হাছান মাহ্‌মুদ, এমপি,মাননীয় মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ৷ সায়েন্স ক্লাবের হাতে তিনি এওয়ার্ড তুলে দেন। উল্লেখ্য যে,উক্ত এওয়ার্ডে সেরা ক্লাব হিসেবে ১৫ টি ক্লাব ভূষিত হয়।

আরো পড়ুন:  বন্যার্তদের পাশে রাবি শিক্ষার্থীরা, গান গেয়ে অর্থ সংগ্রহ

উক্ত এওয়ার্ড গ্রহনে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মোঃ আব্দুল লতিফ, সহ-সভাপতি নাজনীন আরা নিশু ও করিমা খাতুন, সাধারন সম্পাদক মাসুদ, কোষাধ্যক্ষ শেখ সৈকত এবং সায়েন্স ফ্যান সম্পাদক শরিফুর রহমান ৷

Check out our other content

Check out other tags:

Most Popular Articles