24.9 C
Bangladesh
রবিবার, অক্টোবর ১৩, ২০২৪

রাবি ২০২২-২৩ ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে পাশের হার ২৯.৬১, মানবিক ইউনিটে ২৬.৬২ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি ২০২২-২৩ ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটে পাশের হার ২৯.৬১, মানবিক ইউনিটে ২৬.৬২ 

রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় সি ও এ ইউনিটের ফলাফল প্রকাশ করেছে রাবি প্রশাসন ৷

এ’ ইউনিটে ২৬ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে গ্রুপ-১-এ পাসের হার ৩১ দশমিক ৯৬ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮০ দশমিক ২৫। গ্রুপ-২-এ পাসের হার ২৭ দশমিক ৫৪ শতাংশ ও সর্বোচ্চ নম্বর ৮০ দশমিক ৫০। গ্রুপ-৩-এ পাসের হার ২৩ দশমিক ১৮ ও সর্বোচ্চ নম্বর ৭৩ দশমিক ৫০। গ্রুপ-৪-এ পাসের হার ২৩ দশমিক ৮০ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৭৬।

আরো পড়ুন:  শিক্ষার্থীদের গাছে ওঠা নিয়ে রাবি প্রশাসনের নিষেধাজ্ঞা

 

এবার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৬২ হাজার ৪৭০ জন শিক্ষার্থী। এতে পাশ করেছে ১৬ হাজার ৬২৮ জন শিক্ষার্থী। গড় পাশের হার ২৬ দশমিক ৬২ শতাংশ।

আরো পড়ুন:  শীতের প্রকোপে কুকুর ছানাগুলো যেনো অসহায়

 

অন্যদিকে, বিজ্ঞান অনুষদের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৫ হাজার ৮৫১ জন আবেদনকারীর মধ্যে ৬৩ হাজার ৮৬৯ জন অংশ নেয়। পরীক্ষায় গ্রুপ-১ এ পাশ করেছে ২২.৪২ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮০.৫০। গ্রুপ-২ এ পাশ করেছে ৩৮.৩১ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৪.৭৫। গ্রুপ-৩ এ পাশের হার ৩২.৯৫ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮। গ্রুপ-৪ এ পাশের হার ২৪.৭৬ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৭ এবং গ্রুপ-৫ (অবিজ্ঞান) এ পাশের হার ৮৮.৩২ শতাংশ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৮.৫০। 

আরো পড়ুন:  রাবিতে কোটি টাকার সিট বাণিজ্যে অসহায় সাধারণ শিক্ষার্থী

প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল www.admission.ru.ac.bd থেকে দেখা যাবে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles