29 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ঢাবি ছাত্র আটক, তিন প্রক্সি পরীক্ষার্থীর কারাদণ্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ঢাবি ছাত্র আটক, তিন প্রক্সি পরীক্ষার্থীর কারাদণ্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার অপরাধে তিন ‘প্রক্সি‘ পরীক্ষার্থীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। চলমান ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য আজ মঙ্গলবার এ ইউনিটের পরীক্ষায় তারা প্রক্সি দিতে গিয়ে ধরা পড়ে। পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত ভ্রাম্যমান আদালতের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ তাদের এই কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, মো. এখলাসুর রহমান, বায়োজিদ খান ও জান্নাতুল মেহজাবিন। তারা যথাক্রমে রোল ১৭২২৮ এর পরীক্ষার্থী লিমন, রোল ৩৯৫৩৪ এর পরীক্ষার্থী তানভির আহমেদ ও রোল ৬২৮২৮ এর পরীক্ষার্থী মোসা. ইশরাত জাহানের হয়ে পরীক্ষা দিচ্ছিলো।

আরো পড়ুন:  রাবি ভর্তি পরীক্ষায় শিফট অনুযায়ী রোল প্রকাশ করেছে প্রশাসন

রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ঢাবি ছা

 

রাজশাহী বিশ্ববিদ্যালয় এ-ইউনিট প্রথম শিফট ভর্তি পরীক্ষায় ৫০ হাজার টাকার চুক্তিতে তামিম হাসান লিমন নামের জনৈক প্রার্থীর প্রক্সি দিতে এসে এম ওয়াজেদ মিঞা একাডেমিক ভবনের ২২২ নম্বর রুমে ধরা পড়েছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী। নিজের দেয়া স্বীকারোক্তি মতে তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামে। তার বাবার নাম আবুল কাশেম এবং মা মেনেকা বেগম। পরে সহকারী প্রক্টরদের তত্ত্বাবধানে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

আরো পড়ুন:  রাবিতে কোটি টাকার সিট বাণিজ্যে অসহায় সাধারণ শিক্ষার্থী

পরে দণ্ডপ্রাপ্তদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles