24.2 C
Bangladesh
মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪

ঢাবির কবি জসীমউদ্দীন হলের ক্যানটিনে তালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবির কবি জসীমউদ্দীন হলের ক্যানটিনে তালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হলের ক্যানটিনে পচা খাবার খাওয়ানোর অভিযোগে তালা ঝুলিয়েছে শিক্ষার্থীরা।

আজ শুক্রবার দুপুরে পোকাযুক্ত নষ্ট ভাত দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন তারা। এ সময় ক্যানটিনের রান্নাঘর থেকে আরও পচা খাবার উদ্ধার করা হয়। ক্যানটিনের ম্যানেজার মোবারকের সঙ্গে শিক্ষার্থীদের বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা মোবারককে মারতে উদ্ধত হলে সিনিয়র শিক্ষার্থীদের প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে।

আরো পড়ুন:  শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ঢাবির হোম ইকোনোমিক্স ইউনিটের ক্যাম্পাস

শিক্ষার্থীরা বলেন, ‘ক্যানটিনে সব খাবারই পচা। নিম্নমানের চাল দিয়ে ভাত আর পচা সবজি দিয়ে তরকারি রান্না করা হয়। এসব খাবার খেয়ে আমাদের প্রতিনিয়ত অসুখের সঙ্গে লড়তে হচ্ছে।’

সরেজমিনে ক্যানটিনের রান্নাঘরে গিয়ে দেখা যায়, রান্না করা ভাতের পাশেই বাসন ধোয়ার পানি রাখা হয়েছে। যেখান থেকে সহজেই ময়লা পানি ভাতে পড়তে পারে। এছাড়াও ভাতে আছে পোকা। রান্না করা মুরগিতে দেখা যায় পালক। ফ্রিজের ভেতরের বেশির ভাগ খাবারই পচা এবং নষ্ট।

আরো পড়ুন:  ঢাবিতে ভর্তি পরীক্ষায় প্রায় ১ হাজার ৪০ টি আসন কমানোর সুপারিশ

শিক্ষার্থীদের জেরার মুখে ক্যানটিন ম্যানেজার মোবারক পচা চালের বস্তা দোকানদার ভুল করে দিয়ে গেছে বলে দাবি করেন। এছাড়াও পচা মাংসের প্যাকেটের বিষয়ে তিনি বলেন, ‘এটি কোনো শিক্ষার্থী ক্যানটিনের ফ্রিজে রেখে গেছে।’

ঘটনার একপর্যায়ে কবি জসীম উদ্দীন হল প্রাধ্যক্ষ ড. মুহাম্মদ আব্দুর রশীদ হাউজ টিউটর ড. মো. জহিরুল ইসলাম, হল ছাত্রলীগের সভাপতি ওয়ালিউল সুমন (সুমন খলিফা) ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এসে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।

আরো পড়ুন:  প্রেমিকার বিয়ে হওয়ায় ঢাবি ছাত্রের আত্নহত্যা

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, ‘ম্যানেজারকে খাবার খেয়ে দেখতে বলেছি। শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়েছি। বিষয়টির সুরাহা করব।’

Check out our other content

Check out other tags:

Most Popular Articles