ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে আজ শুক্রবার (৩ জুন) শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি বছরের ভর্তিযুদ্ধ।ঢাবির পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো ভর্তি যুদ্ধ
এই ইউনিটের ৯৩০টি আসনের বিপরীতে এবার পরীক্ষায় বসার আবেদন করেছেন ৩০ হাজার ৭১৯ জন শিক্ষার্থী, সে হিসেবে প্রতি আসনের বিপরীতে গড়ে প্রার্থী আছেন ৩৩ জন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেশের সাত বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টার এই পরীক্ষা হবে।ঢাবির পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো ভর্তি যুদ্ধ
জানা যায়, ক, খ, গ ও ঘ ইউনিটে ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরের মধ্যে। এর মধ্যে বহুনির্বাচনীর জন্য ৬০ নম্বর এবং বাকি ৪০ নম্বরের লিখিত অংশ থাকবে। দুই অংশের উত্তর দেওয়ার জন্য আলাদা ৪৫ মিনিট করে মোট ৯০ মিনিট সময় পাবেন পরীক্ষার্থীরা।ঢাবির পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো ভর্তি যুদ্ধ
এ ছাড়া আগামী শনিবার (৪ জুন) ‘খ’ ইউনিটে ৯৩৮ জন, শুক্রবার (১০ জুন) ‘ক’ ইউনিটে ২ হাজার ৮৯৬ জন, শনিবার (১১ জুন) ‘ঘ’ ইউনিটে ১ হাজার ১৬৭ জন ও শুক্রবার (১৭ জুন) ‘চ’ ইউনিটে ৭৫ জন মিলিয়ে মোট ৫ হাজার ৩৯৫ শিক্ষার্থী শাবিপ্রবির ক্যাম্পাসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।ঢাবির পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো ভর্তি যুদ্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হতে এবার পাঁচটি ইউনিটে ৬ হাজার ৩৫টি আসনের জন্য ২ লাখ ৯০ হাজার ৪৮৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।