26 C
Bangladesh
বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ দেশের আটটি বিভাগে 

ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ দেশের আটটি বিভাগে 

ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ শুক্রবার৷ এই ইউনিটে ৯৩০টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন ৩০ হাজার ৭০৪ জন।  সেই হিসাবে প্রতি আসনের জন্য লড়ছেন ৩৩ জন শিক্ষার্থী৷

 

আজ বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত (দেড় ঘণ্টা) গ ইউনিটের ভর্তি পরীক্ষা চলবে৷ গতবারের মতো এবারও ভর্তি পরীক্ষা হচ্ছে দেশের আটটি বিভাগের প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে৷ ঢাকা বিভাগের পরীক্ষার্থীদের কেন্দ্র থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে৷ বেলা সোয়া ১১টার দিকে ক্যাম্পাসের ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্র পরিদর্শন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান৷ 

আরো পড়ুন:  ঢাকা কলেজ ছাত্রলীগের আয়োজন ক্রিকেট টুর্নামেন্ট

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটে গতবারের মতো এবারও মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হচ্ছে৷ এর মধ্যে ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত অংশ থাকছে৷ দুই অংশের উত্তর দেওয়ার জন্য ৪৫ মিনিট করে মোট ৯০ মিনিট সময় পাবেন শিক্ষার্থীরা৷ এই পরীক্ষার প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসির জিপিএর ওপর ১০ করে মোট ২০ নম্বর যোগ করে মেধাতালিকা প্রস্তুত করা হবে৷

আরো পড়ুন:  তিতুমীর কলেজে বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা

 

গ ইউনিটের পর আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট আর ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ ‘চ’ ইউনিট ছাড়া অন্য পরীক্ষাগুলো হবে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত৷ তবে চারুকলার সাধারণ জ্ঞান পরীক্ষাটি হবে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত৷

আরো পড়ুন:  পহেলা বৈশাখ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ

 

২০২১-২২ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের অধীন (ক, খ, গ, ঘ ও চ) ভর্তি পরীক্ষার মাধ্যমে ৬ হাজার ৩৫ শিক্ষার্থী এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পাবেন৷ এই শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করেছেন দুই লাখ ৯০ হাজারের কিছু বেশি সংখ্যক শিক্ষার্থী৷ সেই হিসাবে প্রতি আসনের জন্য লড়বেন ৪৮ জন৷ 

Check out our other content

Check out other tags:

Most Popular Articles