29 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

চবি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়চবি ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ, আহত ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে ১ জন। বিবদমান গ্রুপ দুটি হল সিএফসি ও সিক্সটি নাইন। সিএফসি গ্রুপটি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অন্য গ্রুপটি সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুর।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:  চবির ‘বি’ ইউনিটে ফলাফল প্রকাশ, পাসের হার ৪৩.৩৬ শতাংশ

আহত ছাত্রলীগ নেতার নাম মির্জা সফল প্রধান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মির্জা সফল প্রধানকে সংঘর্ষের এক পর্যায়ে রিকসার চেইন দিয়ে মাথা, পিঠে এবং আঘাত করা হয়।

আরো পড়ুন:  ৪১ তম বিসিএস-এ চবির ১৩৭ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ছাত্রলীগের সিএফসি গ্রুপের এক কর্মীকে মারধর করে আহত করে সিক্সটি নাইনের গ্রপের এক কর্মী। বিশ্বিবদ্যালয়ের আবাসিক হলের সামনে এ ঘটনা ঘটে। মারধরের খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরো পড়ুন:  চবি চারুকলা ইনস্টিটিউট ১০ ঘণ্টা অবরুদ্ধ শিক্ষক প্রতিনিধি

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহীদুল ইসলাম বলেন, ‘একটা ছেলের ওপর আঘাত হয়েছে। আমরা এটাকে গ্রুপিং হিসেবে ধরছি না। মনে হচ্ছে, তাদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব ছিল। ছেলেটিকে ব্যাপক আঘাত করেছে। আমরা অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

Check out our other content

Check out other tags:

Most Popular Articles