30.5 C
Bangladesh
শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ রেজা পেল ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড

Uncategorizedবরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ রেজা পেল ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড
ওয়ান ওয়ে স্কুল আয়োজিত ন্যাশনাল টেক এওয়ার্ড ২০২৩ এ ফ্রিলান্সার ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আসিফ রেজা। আসিফ রেজা খুলনা বিভাগের মধ্যে ২০২৩ সালের সেরা ফ্রিলান্সার হিসেবে নির্বাচিত হন।
১০ আগস্ট ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ ওয়ান ওয়ে স্কুল কর্তৃক আয়োজিত ন্যাশনাল ফ্রিল্যান্সার কার্নিভাল ২০২৩ ও ন্যাশনাল টেক এওয়ার্ড অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন। আসিফ রেজা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সয়েল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে পড়াশোনা করেছেন।
রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে বৃহস্পতিবার (১০ আগস্ট) অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। এসময় সংসদ সদস্য ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বিএমসিসিআই) সভাপতি ও বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডাঃ তানজিবা রহমান উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া জাতীয় ফ্রিল্যান্সার কার্নিভাল “ন্যাশনাল টেক এওয়ার্ড ২০২০ অনুষ্ঠানে ১৯টি ক্যাটাগরিতে সারা বাংলাদেশের ৪০ জনকে এই সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে দেশের আটটি বিভাগের সেরা আটজন ফ্রিল্যান্সার, আটজন সেরা ফ্রিল্যান্সার মেন্টর, আটজন সেরা ফ্রিল্যান্সার ইন্সিটিটিউট, উইমেন ফ্রিল্যান্সার, টেক ইউটিউবার, এডটেক উদোক্তা, এডটেক প্রতিষ্ঠান ই-কমার্স উদ্যোক্তা, এফ-কমার্স উদ্যোক্তা, উইমেন উদ্যোক্তা, হেলথ টেক কোম্পানি, টেক কোম্পানি, আইটি উদ্যোক্তা, ইয়। প্রফেশনাল, এক্সিলেন্স ইন এডুকেশন ও কমিউনিটি লিডার।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles