33.1 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নোবিপ্রবি

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নোবিপ্রবি
এটিএন বাংলা এবং ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দলের ভূমিকায় বিতর্ক করে চ্যাম্পিয়ন হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিতার্কিক দল।ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নোবিপ্রবি
শুক্রবার (১ জুলাই) রাজধানীর বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সরকারি তিতুমীর কলেজের বিতার্কিকদের পরাজিত করে নোবিপ্রবির বিতার্কিকরা।ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নোবিপ্রবি
বিজয়ী দল নোবিপ্রবির সদস্যরা হলেন- ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী খাইরুন নাহার মুন্নী ও তুর্জয় চৌধুরী, শিক্ষা বিভাগের শিক্ষার্থী তাসনিম তাবাসসুম অরিন এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান লোমান।ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নোবিপ্রবি
উল্লেখ্য, প্রতিযোগিতায় বিতর্কের বিষয় ছিলো ‘এবারের বাজেট টেকসই উন্নয়নে সহায়ক হবে’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের মাঝে ট্রফি ও সনদপত্র বিতরণ করেন তিনি।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles