29 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

ক্যাম্পাসের তাল খেতে পেরে খুশি ববি শিক্ষার্থীরা

পাবলিক বিশ্ববিদ্যালয়ক্যাম্পাসের তাল খেতে পেরে খুশি ববি শিক্ষার্থীরা

প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কোন না কোন ফলের গাছ থাকবেই। তা না হলে কিসের বিশ্ববিদ্যালয়? যেমন হাবিপ্রবিতে লিচু, রাবিতে আম, ঠিক তেমনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে রয়েছে তাল।
গ্রীষ্মকাল আসলেই যেন ফলের গন্ধে ভরে যায় চারদিকের পরিবেশ। তাই ত এই ঋতু কে বলা হয় মধুমাস।

আরো পড়ুন:  গবেষণা প্রকল্পে ১০লক্ষ টাকা অনুদান পেল ববির দুই শিক্ষক

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের পিছনে রয়েছে প্রচুর তালগাছ। তাই এই স্থানটি তালতলা নামে পরিচিত।

ঈদের ছুটি কাটিয়ে প্রিয় ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে ফিরেই যেন, তাল উৎসবে মেতে উঠেছেন ববির শিক্ষার্থীরা। ইচ্ছে হলেই দা নিয়ে চলে যাচ্ছেন গাছ থেকে তাল পারতে। আর সেগুলো তৃপ্তি করে খাচ্ছেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন:  ববি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সড়ক অবরোধ

তাল তলায় গেলেই যেন চোখে পড়ছে থোকা থোকা তাল। গাছ থেকে কে কত তাল পারতে পারে, সে নিয়ে রীতিমত শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা লেগেছে।

আরো পড়ুন:  শোক দিবসে জবি সাংস্কৃতিক কেন্দ্রের ‘শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

তবে কিছু শিক্ষার্থীদের মতে, সবগুলো তাল এখুনো ঠিকভাবে পরিপক্ক হয়নি, যার ফলে এটা শাস্থের জন্য উপযোগী নয়। মাঝে মধ্যে অপরিপক্ক তাল পাড়লেও সেগুলো খাওয়ার উপযোগী না হওয়ায় সেগুলো ফেলে দিচ্ছেন শিক্ষার্থীরা, যার ফলে তালগুলো অপচয় হচ্ছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles