33.1 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম , ববি শাখার নেতৃত্বে মাসুম ও ফারহানা

পাবলিক বিশ্ববিদ্যালয়বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম , ববি শাখার নেতৃত্বে মাসুম ও ফারহানা

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুম মাহমুদ এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহানা আফসার মৌরী।

আরো পড়ুন:  কুবিতে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বাষির্কী ও জাতীয় শোক দিবস পালিত

২৮ আগস্ট (সোমবার) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় পরিষদের সভাপতি মাহদী হাসান মজুমদার এবং সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির মনোনয়ন দেওয়া হয সভাপতি মাসুম মাহমুদ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা তরুণ লেখক ফোরামের নেতৃত্ব পাওয়ায় আমি আনন্দিত এবং একই সঙ্গে নিজের মধ্যে ভালো লাগা কাজ করছে। নিজের সৃজনশীলতা, বিচক্ষণতা এবং সহনশীলতার সমন্বয় ঘটিয়ে ববি শাখাকে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং তরুণদের মেধা বিকাশে অগ্রণী ভূমিকা রাখার চেষ্টা করব।

আরো পড়ুন:  ববি শিক্ষককে প্রাণ নাশের হুমকি

প্রসঙ্গত, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

Check out our other content

Check out other tags:

Most Popular Articles