33.1 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

রাবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে

 

আজ ৮ই মার্চ, বিশ্ব নারী দিবস। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিভিন্ন সংগঠন নিজ নিজ কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করে। ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে রাবি ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি) এদিন সকাল ১০:৩০ মিনিটে বর্ণাঢ্য র‌্যালি করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিভিন্ন বিভাগের নারী শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

আরো পড়ুন:  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শেষ, চূড়ান্ত আবেদন শুরু ১৫ জুন

 

সীমন্তিনী’ পরিবার দুদিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় ডিন্স কমপ্লেক্সের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. ইলিয়াছ হোসেন, মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর মাহবুবা কানিজ কেয়া এবং সীমন্তিনীর এডমিন ও মডারেটর ড. ফরিদা পারভীন কেয়া বক্তব্য রাখেন।

আরো পড়ুন:  রাজশাহীতে ‘বাঙলা মূকাভিনয় কর্মশালা ২০২২’ অনুষ্ঠিত

 

বিকেল ৪:৩০ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের উদ্যোগে সঙ্গীত পরিবেশন ও নাট্যকলা বিভাগের পরিবেশনায় ‘আমি বীরঙ্গণা বলছি’ শীর্ষক বাচিক অভিনয় পরিবেশিত হয়।

আরো পড়ুন:  উদ্বোধন হলো "অমর একুশে গ্রন্থ কুটির-২০২৩"

 

বাংলাদেশ মহিলা পরিষদ রাবি শাখাও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করে।

 

Check out our other content

Check out other tags:

Most Popular Articles