29 C
Bangladesh
রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

জুন মাসের ১ম সপ্তাহেই শুরু হতে যাচ্ছে ন্যাশনাল কলেজ অব হোম ইকোনোমিক্স ১ম বর্ষের ১ম ইনকোর্স

ঢাকা বিশ্ববিদ্যালয়জুন মাসের ১ম সপ্তাহেই শুরু হতে যাচ্ছে ন্যাশনাল কলেজ অব হোম ইকোনোমিক্স ১ম বর্ষের ১ম ইনকোর্স

করোনার প্রকোপে ২০-২১ সেশনের ঢাবির হোমইকোনোমিক্স ইউনিটের শিক্ষার্থী ঢাবি(বর্তমানে স্নাতক ১ম বর্ষ) রা বেশ পিছিয়েই আছে। তাদের এই সেশন জট কাটাতেই কতৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে ১ম বর্ষ ফাইনাল অক্টোবর মাসেই নিয়ে নিবে।তার পূর্বে ২ টি ইনকোর্স সংঘটিত হবে।

আরো পড়ুন:  ঢাবির হোম ইকেনোমিক্স ইউনিটের সার্টিফিকেটে যোগ হতে চলেছে বাংলা ও ইংরেজি মাধ্যম

এই দুইটি ইনকোর্সের ১ম টি জুন মাসের ১ম সপ্তাহ,আনুমানিক ২ জুন শুরু হতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল কলেজ অব হোম ইকোনোমিক্স এর কতৃপক্ষ।আরো জানা গিয়েছে,প্রতি শনিবার ইনকোর্স এক্সাম থাকবে এবং বাকিদিন রুটিন অনুযায়ী যথারীতি ক্লাস চলবে।

আরো পড়ুন:  রোজায় চলমান রয়েছে ঢাবির হোম ইকোনোমিক্স ইউনিটের কার্যক্রম

উল্লেখ্য,২০-২১ সেশনের ক্লাস-কার্যক্রম শুরু হয় ৮-ই মার্চ থেকে।

মরিয়ম ঊর্মি /ইসি

Check out our other content

Check out other tags:

Most Popular Articles